মটিভেশনাল উক্তি

 

মটিভেশনাল উক্তি

জীবণ মানে এতে কোন না কোন সমস্যা আসবে এসকল সমস্যা বা বাঁধা অতিক্রম করে নিজ লক্ষ্য এগিয়ে যেতে হবে । আমরা কোন কাজ বা কোন লক্ষ্য পূরণ এর সময়  কোন সমস্যা আসলে  অনেকসময় আমরা হতাশাগ্রস্থ হয়ে পরি যার ফলে আবার অনেক সময় কাজ থেকে হাল ছাড়ার পরিস্থিতিতে চলে আসি । যাতে কাজ থেকে আমরা হতাশাগ্রস্থ হয়ে আমরা কাজ ছেরে না দেই এর জন্য কিছু মটিভেসনাল উক্তি প্রয়োজন । কারণ এসব মটিভেশনাল উক্তি আমাদের নতুন করে আবার কাজ করার উদ্দিপনা জাগায় । Tic toc  কিংবা Funny video যেমন করে আমাদের খুশি করে দেয় কিংবা হাসিয়ে তলে টিক তামনি কিছু মটিভেশনাল উক্তি আমাদের অনুপ্রানিত করে , আমাদের হতাশা দূর করতে সাহায্য করে।

নিচে কয়েকটি মটিভেসনাল উক্তি দেওয়া হোলঃ

১ সাফল্য যদি দেরিতা আশে তবুও আসবে একমাত্র যদি তুমি পরিশ্রমী হও আবার পরিশ্রম কর আর মন থেকে চাও  

এখান থেকে এটা বুঝা যায় যে যদি তুমি সাফল্য পাতে চাও তাহলে তুমি পরিশ্রম কর । তুমি যদি ভাল মতো পরিশ্রম কর তাহলে সফলতা দারিতে হলেও আসবে ।এটি একটি ভালো মটিভেশনাল উক্তি । সফলতা চাইলে পরিশ্রম করতে হবেই। 

পরে যাওয়া মানে তো তোমার হেরে যাওয়া নয়, মানুষই তো তুমি কোন দেবতা নয় ওঠো আবার শুরু করো গড়ে  তোল নিজেকে । 

মটিভেশনাল উক্তি


এখান থেকে এটা বুঝা যায় যে জীবনে কিছু করতে হলে বাঁধা তো আসবেই এই বাঁধাকে হার মানিয়ে সাম্ণের দিকে আগিয়া যেতে হবে। ।এটি একটি ভালো মটিভেশনাল উক্তি ।এখান থেকে এটা বোঝা যায় যে যাই হয়ে যাক না কেন কখনো হের মেন না ।

তোমাকে কেউ তুলতে আসবেনা তোমার নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ যদি আসে তবে ভেঙে দেবে তোমাকে আর নয় তো দুর্বল করবে

এখান থেকে এটা বুঝা যায় যে তোমার নিজের স্বপ্নে তোমার নিজের লক্ষ্যে তোমাকে নিজেকে যেতে হবে কেউ তোমাকে পোঁয়ছায় দিবে না আর যদি কেউ আসে তবে সে হয়ত নিজ স্বাথ আসবে আর নয়তো তোমার ক্ষতি করার জন্য আসবে কারণ স্বাথ ছারা কেউ কখনো কার কাছে যায় না ।এটি একটি ভালো মটিভেশনাল উক্তি ।

অপমানের জবাব সব সময় চড় মেরে দিতে হয় না কিছু কিছু অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়

কেউ যদি কাউকে অপমান করে কোন জিনিস নিয়া কাউকে ছোট করে তাহলে তাঁর জবাব গালাগালি করে কিংবা মেরে না দিয়ে তাকে তার যোগ্য জবাব দাও তোমার কাজের মাধ্যমে যাতে সে আর কখনো কাউকে কটা দিতে না পারে ।

কোন কাজ কঠিন হতে পারে কিন্তু কোন দিনও অসম্ভব হতে পারে না

এখান থেকে এটা বুঝা যায় যে কোন কাজ কঠিন হতে পারে এটা একটা সহজতর বিষয় কাজ মানে কঠিন কারণ সেটাকে করতে হয় আর এমন কোন কাজ নেই যেটা বিনা শ্রম এ হয় । ঘুমিয়ে থাকলেও শক্তির খরচা হয় কারণ আমাদের খাদ্য হজম সহ দেহের আরও অন্যান্য কাজ চলতে থাকে । তাই বলা যায় যে কোন কাজ  কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় কারণ ঐ কঠিন কাজটাকেও তো তোমার মতো কোন রক্ত মাংশে গড়া অন্য কোন মানুষ করছে তাহলে  সেই কঠিন কাজটা করতে পারলে  তুমি কেন পারবে না । সে যদি মানুষ হয় করতে পারে তবে তুমিও তো মানুষ তুমি কেন পারবে না । ।এটি একটি ভালো মটিভেশনাল উক্তি ।

৬*** মাইকেল জর্ডান বলেছেন- যে তিনি ব্যার্থতাকে সহ্য করতে পারেন কিন্তু চেষ্টা না করাকে সহ্য করতে পারেন না ।

সুযোগ এর জন্য কখনো  অপেক্ষা করতে হয় না সুযোগ নিজেকে তৈরি করে নিতে হয় ।

মটিভেশনাল উক্তি


এখান থেকে এটা বুঝা যায় যে সুযোগ এর জন্য সময় নষ্ট করে লাভ নাই কারণ এটা জীবনে আসতেও পারে আবার নাও আসতে পারে যদিও আসে তবে কখন আসবে তা তো জানা নেই তাই সুযোগ এর জন্য অপেক্ষা করা বোকামি   তাই সুযোগ তৈরি করে নিতে হয় । আমার মতে এটি একটি ভালো মটিভেশনাল উক্তি ।

৮*** আপনাকেই খুঁজে বের করতে হবে সফলতাকে সফলতা কিন্তু আপনাকে কখনো খুঁজে বের করবে না ।

জীবন কিন্তু একটা অনেক বোরো অ্যাডভেঞ্চার।

এখান থেকে এটা বুঝা যায় যে একজন মানুষ এর জীবনে দুঃখ কষ্ট ভালবাসা সুখ শান্তি থাকবে এর আতায় আমাদের জীবন আমাদের জীবন একটা নাটক বা চলচিত্রের মতো । এই জীবনে সফলতা অসফলতা থাকবেই এসবের মাঝে আমাদের চলতে হবে আমাদেরকে আমাদের লক্ষের দিকে এগিয়ে যেতে হবে তবাই আমরা সফল হতে পারব ।

১০*** আপনার মুখকে যদি আপনি সবসময় রোদের দিকে রাখুন দেখবেন ছায়া ঠিকই আপনার পিছনে পড়বে ।

সেরা মটিভেশনাল উক্তি

প্রত্যেকে আমরা প্রতিনিওত বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছি । আমাদের এই জীবনে আগিয়ে যাওয়ার পথে অনেক বাঁধা আসে । অনেকে এই সব বাঁধার কারণে শারীরিক সক্ষমতার পাশা পাশী মানুষিক সক্তিও হারিয়ে ফেলে । নিজের উপর আস্তাও হারিয়ে যায় । এ সময় আমাদের সাহায্য করতে পারে কিছু মটিভেশনাল উক্তি । নিচে আপনাদের জন্য কিছু মটিভেশনাল উক্তি দেওয়া হোল ; আশা করা যায় এসব মটিভেশনাল উক্তি আপনাদের কিছু সাহায্য করতে পারবে ।

১২  গরিব হয়ে যদি আপনি জন্ম নেন তাহলে এটি আপনার ভুল নয় কিন্তু যদি আপনি যদি গরিব হয়ে মৃত্যু বরন করেন তাহলে এটি আপনার দশ _-বিল গেটস ।

এটি একটি ভালো মটিভেশনাল উক্তি।

১৩ মার্ক টোয়েন বলেন – দুটি জিনিস প্রয়োজন জীবনে সফল হতে চাইলে তা হল ১, আত্মবিশ্বাস ২,জেদ ।

১৪ বাস্তবে চেষ্টা করে ব্যার্থ হওয়া কল্পনায় সফল হওয়া থেকে অনেক ভাল – হারমান মেল্ভযদি।

আমার মতে এটি একটি ভালো মটিভেশনাল উক্তি হতে পারে ।

১৫ চাঁদকে যদি তুমি তোমার লক্ষ্য বানাও আর যদি লক্ষ্যচ্যুন্ত হও তবুও আশা করা যায় যে তুমি অত্যন্ত  একটা তাঁরা তো পাবা –ক্লেমেন্ট স্টোন ।

মটিভেশনাল উক্তি


এটি একটি অনেক ভালো মটিভেশনাল উক্তি । কারণ যদি তুমি অনেক উপরের চিন্তা করো কিন্তু সেখানে যেতে না পারো তবুও কিছুটা পথ অতিক্রম করতে পারবে । তাই আশা সবসময় বড় রাখা উচিত ।

১৬. পথ চলার নির্দেশিকা হচ্ছে সমস্যা ।সমস্যা কোন বাঁধা নয় পথের ।- রবার্ট. এইচ. স্কুল.

মটিভেশনাল উক্তি


১৭ জ্ঞানই যথেষ্ট নয় যদি আপনি  প্রয়োগ না জানেন । ঠিক তেমনি ইচ্ছাও যথেষ্ট হবে না  যদি আপনি সেই ইচ্ছাটাকে কর্মে রূপান্তর করতে না পারেন। জোহান উলফগ্যাং ভন গোয়েথে ।

এটি একটি অনেক সুন্দর মটিভেশনাল উক্তি । আপার কাছে যদি জ্ঞান থাকে আর আপনি যদি এর ব্যবহার না জানেন তাহলে এই জ্ঞান  এর কোন মূল্য  নাই । তেমনি ইচ্ছা থাকলেও যদি আপনি শ্রম না দেন তাহলে  এই ইচ্ছেরও কোন মূল্য নাই ।  

১৮ যা তুমি কাল শুরু করতে চেয়েছিলে তা তুমি আজ শুরু করো আর যা আজ শুরু করতে চেয়েছ তা তুমি এখনি শুরু করো।

১৯ বলতে গেলে  ব্যার্থতার রাস্তা ও সফলতার রাস্তা প্রায় একই রকম কলিন আর ডেভিস

২০ কোন গোপন রহস্য নেই সাফল্যের এর ভিত্তি হচ্ছে ব্যার্থতা থেকে শেখা আর কঠোর পরিশ্রম করার উপর –কলিন পাওয়েল ।

২১ বাজ পাখির চোখে দেখো নিজের জীবনের সমস্যা গুলোকে দেখবে সমস্যা গুলো কতোয় নগণ্য আর কতোয় ক্ষুদ্র ক্ষুদ্র ।

২২ সকল স্বপ্ন আপনাদের পূরণ হতে পারবে যদি আপনারা তা বহন করতে পারেন বা বহন করার মতো সাহস রাখেন ওয়াল্ট ডিজনি এর এই মটিভেশনাল উক্তি একদম ঠিক কারণ যদি আপনি শুধু স্বপ্ন দেকেন কিন্তু সেই স্বপ্ন পূরণ এর জন্য পরিশ্রম না করেন তা পূরণ করার মতো সাহস না রেখেন তাহলে আপনার সেই স্বপ্ন পূরণ হবে না ।

২৩ শুরু করাই হোল সামনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি  মার্ক তায়েন।

২৪ থামিয়ে দেওয়ার জন্য কোনদিনেও সমস্যা আসে না সমস্যা আসে তোমাকে পথ দেখাতে –রবার্ট এইচ স্কুলার

 এর এই মটিভেশনাল উক্তিটি অনেক যুক্তি যুক্ত কারণ সমস্যা ত আসবে কিন্তু তাঁর জন্য তো  আর থেমে থেকে যাওয়া যাবে না সমস্যা যেমন আছে ঠিক তেমনি তাঁর সমাধানও আছে সেই সমাধান আর পথ ধরে তমেকে আগিয়ে যেতে হবে ।

২৫ কেউ কোন দিনও ঘোরে বসে সফলতা অর্জন করতে পারে না । এর  জন্য বাহিরে গিয়ে পরিশ্রম করে তা অর্জন করতে হয় ।


অনুপ্রেরনা মূলক মটিভেশনাল উক্তিঃ

আমাদের এই জীবনে দুঃখ  কষ্ট বাঁধা থাকবে সেই গুলকে অতিক্রম করে আমাদের আগিয়ে যেতে হবে । আর জন্য সাহায্য করে আমাদের কিছু মটিভেশনাল উক্তি । কিন্তু আমেদের এটি জানা থাকা দরকার যে মটিভেশনাল উক্তি আমাদের শুধু অনুপ্রেরনা দে । মটিভেশনাল উক্তি কিন্তু কাজ করে দিবে না কাজ আমাদের নিজেদের করতে হবে । নিচে কিছু মটিভেশনাল উক্তি দেওয়া হোল ;

২৬ আপনার সংকল্প যদি দৃঢ় থাকে তাহলে সফলতার চেয়ে ব্যার্থতা দিয়ে আপনি বেশি শিখতে পারবেন কেন না ব্যার্থতা কখনো আপনাকে থামতে দেবে না এটি আপনার চরিত্র গঠনে সাহায্য করবে । যদি আপনার সফল হওয়ার আকাঙ্কা দৃঢ় থাকে তাহলে কখনোই ব্যার্থতা আপনাকে অতিক্রম করতে পারবে না ।

২৭ আপনি যদি সফল হতে চান তাহলে প্রথমে আপনার ভিতর এই বিশ্বাস জাগ্রত করুন যে আপনি পারবেন । নিকোস কাজান্তাকিস।

২৮ সবসময়য় নিজের লক্ষকে  নির্ধারণ করো উপরের দিকে আর যতক্ষণ সেখানে যেতে না পারো ততক্ষণ চেষ্টা  অব্যাহত রাখ বো জ্যাকসন।

২৯ অতীতের পাতাগুলতে পুনরায় আর কখনো লেখা যায় না কিন্তু তোমার ভবিষ্যতের পাতাগুল একদম ফাঁকা । চাইলে এই ভবিষ্যতের পাতা তুমি সুন্দর করে লিখতে পার ।

মটিভেশনাল উক্তি


৩০ আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড়ো সফলতা কি তা হোল আপনার নিজ অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা । 

মটিভেশনাল উক্তি


৩১ তুমি তোমার নিজেকে  জিজ্ঞাসা করো তো আজ তুমি যা করছ তা কি তোমাকে আগামিকাল যা হতে চেয়েছ সেখানে নিয়ে যাবে কি না ।

ইতিবাচক মোটিভেশনাল উক্তি (Positive Motivational Quotes)

১অতীতকে কেউ কখনো বদলাতে পারে না কিন্তু কেউ যদি চায় তাহলে তাহলে সে তাঁর এই বর্তমানেকে ব্যবহার করে তাঁর ভবিষ্যৎ বদলাতে পারে ।

২যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তা আপনার যদি তা পছন্দ না হয় তাহলে আপনি নিজে একটি রাস্তা তৈরি করতে শুরু করুন । এতে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন ।

৩ আমাদের জীবন এর লক্ষ্য শুধু বেঁচে থাকা নয় কিছু সাফল্যও অর্জন করা ।

৪ আপনি কি জানেন  শুধু সাফল্য অর্জন করাই বড় হয়ে যাওয়া নয় তাঁর থেকে বড় সফলতা হচ্ছে  যে আপনি চেষ্টা করেছেন ।

৫ যারা হতাশাগ্রস্ত বা হতাসাবাদী তাঁরা সুবিধাতেও অসুবিধা দেখে, আর যারা আশাবাদী তাঁরা অসুবিধাতেও  সুবিধা দেখতে পায়।

৬ তুমি যদি ঘুমাতে চাও সন্তুষ্টি নিয়ে , তাহলে তুমি তোমার সকাল শুরু করো একটা লক্ষ্য নিয়ে ।

৭ যদি তুমি সফল হতে চাও তাহলে তোমার সামনে আশা সকল সমস্যা বা চ্যালেঞ্জ তোমার নিজেকে   মোকাবিলা করতে হবে আর জন্য আবার বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না ।

৮ আপনি কখনো ভেঙ্গে পরিয়েন না । কারণ আমাদের এই জীবনে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু এটা মনে রাখবেন যে সেটা অন্য কোন না কোন রুপে আবার আমাদের কাছে ফেরত আসে ।

৯ সাহস থাকার মানে যে কোন প্রকার ভয় না থাকা সেটা কিন্তু নয় । সাহস থাকার আসল মানে হচ্ছে যে ভয় থাকা সত্তেও আত্মবিশ্বাস ও আপ্রাণ চেষ্টা করে তা জয় করার নামই হচ্ছে সাহস ।

১০ কারো করা অপমানকে তুমি তোমার উন্নতির কারণ করো । তবেই তুমি সার্থক হবে ।

১১ সুখ কিন্তু কোনদিনও কোন তৈরিকৃত বস্তু হতে পারে না এটি হচ্ছে আপনার পরিশ্রম এর ফল । এটি পরিশ্রম এর মাধ্যমেই আসে ।

১২ তুমি তোমার ব্যর্থতার আবর্জনা দিয়ে তৈরি করতে পার তোমার সাফল্যের বাড়ি । কারণ হতাশা আর ব্যর্থতা এই দুতি জীনিস হচ্ছে সাফল্যের দুটি মূল ।

১৩ তাদের কাছেই ভালো জিনিস আসে যারা সেই ভালো জিনিস এর জন্য থেমে থাকে । আর সেরা জিনিস তো তাদের কাছেই আসে যারা তাদের লক্ষ্য ধরে দৌড়াতে থাকে ।

১৪ কখনো এই প্রশ্ন করা যাবে না যে “আপনাকে কে সাহায্য করবে আপনার লক্ষ্যে  এগিয়ে যেতে “। বরং আপনার এই প্রশ্ন হওয়া দরকার যে “কেউ কি আপনাকে থামাতে পারবে আপনার লক্ষ্যে  এগিয়ে যেতে ”।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url